শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান, দুপুরের পর নাহিদ ইসলাম
 
জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় তার দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদান চলছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মাহমুদুর রহমান উপস্থিত হন। বেলা ১১টা ৩০ মিনিট থেকে তিনি তার অবশিষ্ট সাক্ষ্য প্রদান শুরু করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার প্রায় ৪ ঘণ্টা ধরে দেওয়া সাক্ষ্যে মাহমুদুর রহমান শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ হয়ে ওঠার বিভিন্ন প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরেন। গতকাল তার সাক্ষ্য শেষ না হওয়ায় অবশিষ্ট সাক্ষ্য এবং জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
আজ দুপুরের পর এ মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
