ডাসারে পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি : এনটিভি
মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফিজুল (৮) ও হামজা (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু নাঈম মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তারা। দ্রুত তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।