সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

বিপুল ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি : এনটিভি
শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগ্যাং ও এর আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসছে।
এই তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন মীরগ্যাং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।