সাতকানিয়ার গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ দুজনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া ১০ জনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ এলাকার মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজার জেলার মো. ইউসুফ (৩০)।
নিহত ইদ্রিসের ছোট ভাই আবু তালহা গণমাধ্যমকে জানান, তার বড় ভাইসহ আরও একজন মারা গেছেন এবং তারা মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই ঘটনায় দগ্ধ হয়ে আরও আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মাহাবুবুল আলম (৪৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মো. কফিল (২২), মো. রিয়াজ (১৭), মো. সৌরভ রহমান (২৫), মো. লিটন (২৮) ও মো. ছালেহ (৩৩)।
গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তবর্তী চরতী চর এলাকার একটি গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের মালিক ও শ্রমিকসহ মোট ১০ জন দগ্ধ হয়েছিলেন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।