‘শিক্ষকদের ঐক্যই পারে দেশকে ফ্যাসিস্টমুক্ত রাখতে’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উত্তরাঞ্চল (রংপুর-দিনাজপুর) তত্ত্বাবধায়ক আজিজুর রহমান সরকার স্বপন বলেছেন, শিক্ষক সমাজ জাগ্রত হলে দেশে নতুন করে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব হবে না।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুর রহমান এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত মোট ৬৮ জন শিক্ষককে ফুল, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান সরকার স্বপন। প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন এবং উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সফিয়ার রহমান।
বক্তারা শিক্ষকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ, ছাত্রসমাজ এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও শিক্ষকদের। বক্তারা আরও স্মরণ করিয়ে দেন, শিক্ষকতা একটি মহান পেশা। চাকরির পদবি বা বেতন কত, তা না ভেবে এই মহান পেশার দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, শিক্ষকরা অবহেলা ও বৈষম্যের শিকার। তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কেন রাস্তায় নামতে হবে- এই প্রশ্ন তুলে তারা সরকারের প্রতি হীনমন্যতা পরিহার করে শিক্ষকদের উপযুক্ত সম্মান ও ন্যায্য দাবি পূরণের আহ্বান জানান।