বায়তুল মোকাররমে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব প্রাঙ্গণে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং মুসান্নিফ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই মেলা দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন এই বইমেলার উদ্বোধন করেন। মেলায় ১৫০টি স্টল রয়েছে, যেখানে ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এ বছর মেলায় মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা সংস্থাগুলোও অংশগ্রহণ করেছে, যা মেলাকে আন্তর্জাতিক রূপ দিয়েছে।

মেলায় কোরআন-হাদিসের গ্রন্থ, ইসলামী গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুদের জন্য ইসলামী বই, সাহিত্য ও ইতিহাসের মতো বিভিন্ন বিষয়ে বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। প্রতিদিন মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনার আয়োজন করা হচ্ছে।
এক প্রকাশক জানান, মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও সুন্দর ও সুশৃঙ্খল হয়েছে। বিদেশি প্রকাশকদের অংশগ্রহণের ফলে পাঠকরা সহজেই আন্তর্জাতিক মানের ইসলামী গ্রন্থ হাতে পাচ্ছেন।

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মাহদিউল আলম বলেন, ইসলামী সাহিত্য ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ প্রচার করে। এটি ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে এবং মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে। মূলত দীনের খেদমত ও ইসলামী সাহিত্যের প্রসারে সহায়তার উদ্দেশ্যেই মুসান্নিফ গ্রুপ এই বইমেলার পৃষ্ঠপোষকতা করছে। তিনি সবাইকে মেলায় এসে বই কেনার, পড়ার ও উপহার দেওয়ার আহ্বান জানান।