নওগাঁয় ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী পত্নীতলা ও নজিপুর পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি নজিপুর গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে একটি সমাবেশে মিলিত হয়।
পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন-জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি হারুনুর রশিদ, সহ-সেক্রেটারি সহকারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আখতার ফারুক, নজিপুর পৌরসভার আমির মোফাচ্ছেল হক, পৌর সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ প্রমুখ।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)