নিজ উদ্যোগে সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কার বিএনপিনেতার

শারদীয় দুর্গাপূজায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু।
গতকাল শনিবার বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুঁটকিকালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারকাজ শুরু করা হয়। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হয়।
জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
স্থানীয়রা জানায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গাপূজা উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন জাহিদুল ইসলাম ধলু। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।
এ বিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ১৫ বছর ধরে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দিতে গেলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম।
জাহিদুল ইসলাম ধলু আরও বলেন, আজ রোববার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনায় আজকের এই উদ্যোগ। আশা করছি এখন কিছুটা হলেও শান্তিতে মণ্ডপে মণ্ডপে যেতে পারবে। এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবে দর্শনার্থী ও পথচারীরা।
জাহিদুল ইসলাম ধলু বলেন, শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ শিশু স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে। এ রাস্তাটি সংস্কারের ফলে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্য আমার নিজ উদ্যোগে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।