ফেনীতে একদিনে ২৬ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটি জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯৫ ছাড়িয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নয়জন, দাগনভূঞায় ১২, সোনাগাজীতে এক, পরশুরামে এক, বেসরকারি হাসপাতালের পরীক্ষায় তিনজন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। আক্রান্তরা বর্তমানে জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সদর উপজেলায় ২৭, দাগনভূঞায় ৫৩, সোনাগাজীতে ১২, ছাগলনাইয়ায় ১৮, ফুলগাজীতে এক ও পরশুরামে নয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ আছে তিন হাজার ৫৫৩টি কিট।