বাসের ধাক্কায় হেফাজতনেতা নিহত, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

বাসের ধাক্কায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহতের ঘটনায় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী এলাকায় পিকেটিং করে অবরোধ কর্মসূচি পালন করছেন হেফাজতের সদস্যরা। ফলে চট্টগ্রাম-রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দুই পার্বত্য জেলাসহ বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনিরী জানান, মঙ্গলবার বিকেলে রাউজান গহিরা এলাকায় মাওলানা সোহেল চৌধুরীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। মাওলানা সোহেল গত সরকারের সময়ে গুম হয়েছিলেন। মুনিরী দাবি করেন, কমিশনে মামলা করার অভিযোগকে কেন্দ্র করে তাঁকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
পরিবহণ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজান জানান, মঙ্গলবার বিকেলে রাঙামাটিমুখী একটি বাসের ধাক্কায় মাওলানা সোহেল চৌধুরী গুরুতর আহত হন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় তারা শোকাহত এবং বাস মালিক সমিতি পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করেছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়াও, নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মালিক সমিতি এবং সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় জড়িত বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।