খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামানের বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু যে বক্তব্য দিয়েছেন, সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত। আজ বুধবার (৮ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘এই বক্তব্য হেলালুজ্জামান তালুকদার লালুর একান্তই ব্যক্তিগত। তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ না করেই নিজের মনগড়া মন্তব্যটি করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’
বুধবার দুপুরে হেলালুজ্জামান তালুকদার লালু একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে বলেছেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’
জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেজন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশে এ বিবৃতি দেওয়া হয় বলেও জানান রিজভী।