কুমিল্লায় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ গ্যাসলাইনের রেগুলেটর ধ্বংস

কুমিল্লায় অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা চার হাজার ৪৫১টি অবৈধ গ্যাস সংযোগের যন্ত্রপাতি ধ্বংস করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জব্দকৃত যন্ত্রাংশ থেকে মামলার আলামত হিসেবে ১০৫টি রেখে বাকি ৪ হাজার ৩৪৬টি রেগুলেটর রোলার দিয়ে চেপে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুমিল্লা নগরীর চাপাপুর বাখরাবাদ অফিস প্রাঙ্গণে অবৈধ গ্যাস সংযোগের এই বিপুল পরিমাণ যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলে আলম জানান, বাসাবাড়ি, হোটেল ও বিভিন্ন কারখানায় অবৈধ সংযোগ নেওয়াসহ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির লিকেজ থেকে অগ্নি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এসব বিষয় নজরে রেখেই বাখরাবাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, এসব অভিযানে অন্তত সাড়ে চার হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ যন্ত্রপাতিগুলো জব্দ করা হয়েছিল, যা আজ ধ্বংস করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, বিপণন মহাব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রাজ্জাক, কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিউল আলম, জনসংযোগ ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথসহ বাখরাবাদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।