৫ দফা দাবিতে সব বিভাগীয় শহরে জামায়াতের গণমিছিল আজ

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে আজ শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আজ বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিলে কেন্দ্রীয় এবং উভয় মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
এই ছাড়া দেশের সব বিভাগীয় শহরেও একই দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে।
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উক্ত কর্মসূচি সফল করার জন্য মহানগরীর সর্বস্তরের জনশক্তি ও ঢাকাবাসী, ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।