বিএনপি-জামায়াতের পক্ষে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা সম্ভব নয় : সারজিস

‘আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি-জামায়াত এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘এনসিপি যদি সঙ্গে থাকে তা হলে আওয়ামী লীগ উৎখাতের লড়াই সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি-জামায়াতের একার পক্ষে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা সম্ভব নয়।’
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় সারজিস আলম এসব কথা বলেন।
সমন্বয় সভায় জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন সভাপতিত্ব করেন।
সারজিস আলম বলেন, এনসিপি আগামী জাতীয় সংসদে নির্ণায়কের ভূমিকা পালন করবে। সংস্কার ও বিচার—এই জায়গায় এনসিপি বলিষ্ঠ ভূমিকা পালন করতে চায়, যাতে নির্বাচনের পরেও তা অব্যাহত থাকে।
সভায় সাজিস আলম আরও বলেন, তরুণদের ক্ষমতায়ন করা আগামীর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এনসিপির সাগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সাংগঠনিক সক্ষমতা আগামীর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত আলাদভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যতটুকু লড়াই করার দরকার, সেটা তাদের একার পক্ষে সম্ভব নয়। সেখানে এনসিপি ভারতসহ বিদেশি আধিপত্যবাদবিরোধী লড়াই করার জন্য একটি রাজনৈতিক দল।
বিএনপির সঙ্গে এনসিপির জোট বিষয়ে সারজিস আলম বলেন, বিগত সময় আপনারা দেখেছেন বিএনপি এককভাবে সরকার গঠন করেনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এনসিপি মনে করে, তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে একট সুস্থ ধারার রাজনীতিতে আমাদের ফিরে যেতে হবে।
শাপলা প্রতীকের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন আগেও কথা বলেছে, আজও কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবের কথায় মনে হয়েছে, শাপলা প্রতীক দেওয়ায় আইনি কোনো বাধা আছে কিনা, সেটা বিষয় নয়। শাপলা প্রতীক দেওয়া তাদের মন-মর্জির ওপর নির্ভর করে। আইনগত বাধা যেহেতু নেই, শাপলা দিতে হবে। এনসিপি আগামী নির্বাচন করবে শাপলা প্রতীক নিয়েই। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত এবং এটা আমরা মেনে নেব না। কোনো প্রতিষ্ঠান বেআইনি স্বেচ্ছাচারী বৈষম্যমূলক আচরণ করতে পারে না।
পিআর পদ্ধতির ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এনসিপি উচ্চ কক্ষে পিআরের পক্ষে। এটার ভালো দিক আছে কিনা, যাচাই করতে হবে। ভালো না হলে পরে বাদ যাবে।