স্টার লিংকের ফ্রি ইন্টারনেট সেবা চালু হচ্ছে জয়পুরহাটে

জয়পুরহাট জেলা শহর ও পাঁচবিবি পৌর শহরে এক বিএনপিনেতার নিজস্ব উদ্যোগে বিনামূল্যে সর্বসাধারণের জন্য স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিংকের সেবা দেওয়া হবে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক ফয়সল আলিম।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান পয়েন্টে প্রথম কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূকভাবে এ ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জয়পুরহাট ও পাঁচবিবি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি পয়েন্টে এই অত্যাধুনিক ইন্টারনেট সেবা ফ্রি দেওয়া হবে।
আজ বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের উন্মুক্ত সেবা প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপিনেতা ফয়সল আলিম এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে স্টার লিংক বাংলাদেশের সিইও ফেলিসিটি সারফুল আলম ও ইউনাইটেড আইসিটি এলায়েন্স বাংলাদেশের সদস্য সচিব রিয়াদ হাসান উপস্থিত ছিলেন।