ফেব্রুয়ারিতে নির্বাচন, এর সঙ্গে কম্প্রোমাইজ করব না : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এটার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব না।
আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় রাজনৈতিক নেতা ও ঐকমত্য কমিশনের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এর মাধ্যমে (জুলাই সনদ) ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরবর্তী অধ্যায় রচিত হলো। সংস্কারের কথা আমরা বলে যাচ্ছিলাম, কিন্তু আপনার সেই সংস্কার প্রকৃতপক্ষে করে দেখিয়ে দিয়েছেন।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা গোটা জাতি একটা বড় রকমের উৎসবের মধ্যে শরিক হব। যে কলমগুলো দিয়ে সই করব, সেগুলো জাদুঘরে রক্ষিত থাকবে। মানুষ তাদের ভুলতে পারবে না, ইতিহাস ভুলতে পারবে না।’
‘এটা (জুলাই সনদ) গোটা জাতির জন্য মস্ত বড় একটা সম্পদ হয়ে রইল। সেজন্য আপনাদের সবাইকে অভিনন্দন’, যোগ করেন প্রধান উপদেষ্টা।
জুলাই সনদের দলিলগুলো কখনো হারিয়ে যাবে না উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘স্কুল-কলেজের ছেলে-মেয়েদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে, যাতে করে সবার মনের মধ্যে এটা থাকে—কেন আমরা একমত হয়েছিলাম। চেষ্টা করা হবে, এটা সবার মনের মধ্যে সঞ্চারিত করতে পারি কিনা। সরকার হিসেবে এই সঞ্চরণের দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা তার প্রক্রিয়া শুরু করব।’
নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের যে সনদ, এটাও সনদেরই অংশ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয়, সবটা আমরা করব; আমাদের সাধ্যে যতটা কুলায়। এটার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব না।’
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে (জুলাই) সনদটা তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো উৎসবমূখর পরিবেশে নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ একটা পরিণতিতে আসবে।’

অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, ‘আপনারা যত কষ্ট করে এটা (জুলাই সনদ) রচনা করেছেন, সেটা যেন নির্বাচনের মাধ্যমে আমরা বাস্তবে রূপান্তর করতে পারি। দৈনন্দিন রাজনীতিতে সেটাকে আমরা যেন রূপান্তরিত করতে পারি, এটাই আমাদের আশা। আগামী শুক্রবার সেই আশাকে আমরা সমগ্র জাতির সামনে নিয়ে আসব।’
বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সই অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এর আগে, জুলাই সনদ সই অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।