সংসদ ভবন চত্বরে মূলমঞ্চের সামনে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা
জুলাই সনদ সই অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিকে অবমূল্যায়নের অভিযোগ তুলে সংসদ ভবন চত্বরে মূলমঞ্চের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা।
ইমরান মিয়া নামে এক জুলাইযোদ্ধা বলেন, ‘আমাদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের অন্তর্ভুক্ত না করে কীভাবে এই সনদে (জুলাই সনদ) স্বাক্ষর করবে তারা। আমাদের আগেও শান্তি ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না।’
নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নিয়ে ইমরান মিয়া এসব কথা বলেন। তার আগে সকালে দেওয়াল টপকে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন জুলাই যোদ্ধারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বাইরে অবস্থানের অনুরোধ জানানো হয়। পরে অবশ্য অনেকেই বেরিয়ে যান।
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।