যারা পিআর চায় তারা স্বাধীনতাবিরোধী : আমান উল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনতাবিরোধী। পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যাদের পায়ের নিচে মাটি নাই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রই নির্বাচন বিলম্ব করতে পারবে না।
কেরানীগঞ্জ মডেল উপজেলার কালিন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে আজ শুক্রবার (২৪ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব হোসেন মেহবুবের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি, মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লা নবী, মডেল থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন ও কালিন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান আরো বলেন, বিএনপি ও জিয়া পরিবার সবসময় জনগণের পাশে থাকে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার আহ্বানে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরশাদ যখন ক্ষমতা হনন করে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদকে হটিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় ২৪ সালের জুলাই আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমান বলেন, আজকে যারা ভোট চায় তারা দেশে কোন উন্নয়ন করেনি। জামায়াত নেতারা তাদের বক্তব্যে বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের মিথ্যা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
এসময় তিনি বাড়ি বাড়ি উঠান বৈঠক করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, গত ১৬ বছরে বিএনপিকে জেলে দেওয়া ছাড়া কোন উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ