ভবিষ্যতে কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি। এ ছাড়া ভবিষ্যতে কেউ সম্মান দিয়ে দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেবেন না।
আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগামীতে যে সরকারই আসুক, আমাকে কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন দিয়েই উপদেষ্টারা যে যার কাজে ফিরে যাবেন।’
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘আমি সব ধর্মাবলম্বীদেরই ধর্ম উপদেষ্টা। সরকার সব ধর্মের জন্য বরাদ্দ দিয়ে থাকেন। বায়তুল মোকাররমে ইবাদত করতে যাই আর ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। কারণ একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য তৎপর। তারা প্রচার করতে চায়, এদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদে নেই।’

নিজস্ব প্রতিবেদক