‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন’
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে এবং অল্প কয়েক মাসের মধ্যে এটা দেখা যাবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন মাহফুজ আলম। সংলাপে প্রধান অতিথি ছিলেন তিনি।
মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের যে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা আছি, সেটা হচ্ছে—এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে, আমি মনে করি, ওনার দিকে তাকিয়ে, ওনার অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না। কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’
‘কেউ বামপন্থি, কেউ ডানপন্থি, এটা কারও কোনো অপরাধ না’—এমন মন্তব্য করে মাহফুজ আলম বলেন, ‘প্রত্যেকেরই আদর্শিক অবস্থান নেওয়ার স্বাধীনতা আছে, নাগরিক অধিকার আছে। কিন্তু এই অধিকার যখন আরেকজন ভঙ্গ করবে, তখন আসলে লড়াইটা অনিবার্য হয়। কিন্তু আমি মনে করছি, লড়াইয়ের আগে আপনারা দেখেন এই বিষয়টাকে সমাধান করা যায় কিনা এবং এখানে ঐক্যের সুর আমাদের তোলা উচিত।’

নিজস্ব প্রতিবেদক