ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি পলাতক।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন—শহরের ধান গবেষণা রোড এলাকার রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ ও খোকন খান। এদের মধ্যে খোকন খান পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর ভুক্তভোগী ওই তরুণী এক লাখ টাকা নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে ভুল পথে নিয়ে যায়। তরুণী চিৎকার করলে চারজন মিলে তাকে মারধর করে। পরে তাকে নগরীর ত্রিশ গোডাউন এলাকার খ্রিস্টান পাড়ার জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। এর পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনার ভুক্তভোগী তরুণী কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৩ নভেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল