কৃষক ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় : খাদ্য উপদেষ্টা
কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ অভিযানের প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন খাদ্য উপদেষ্টা।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা), একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে, এটা মাথায় রেখে গতবারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে চার টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনেছে। এবার আমনের ব্যাপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই আমরা ফুড প্লানিং কমিটি থেকে সেই দাম নির্ধারণ করে দেব।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন : পর্যাপ্ত খাদ্য মজুদ রেখে যাবে অন্তর্বর্তী সরকার : খাদ্য উপদেষ্টা
রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুদ দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মধ্যে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তবে আমরা এবার গতবারের মতো ব্যাপক আকারে আমদানি করব না। এ বছর সর্বোচ্চ চার লাখ মেট্রিকটন চাল আমদানি করব।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক, খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)