সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত
ট্রেনের ধাক্কায় সিরাজগঞ্জে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক প্রতিনিধি এবং বাসদ নেতা মনিরুজ্জামান খান মনি (৬০) নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
নিহত মনিরুজ্জামান খান মনি বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, লেখক ও নাট্যব্যক্তিত্ব ছিলেন। তিনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বাসিন্দা এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ‘সিরাজগঞ্জ বার্তা’ পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।
আরও পড়ুন : ‘কীভাবে বোঝাই যে ওদের বাবা আর কখনও জাগবে না’
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সন্ধ্যায় মনিরুজ্জামান মনি ঢাকায় যাওয়ার জন্য সদানন্দপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি প্রকৃতির ডাকে স্টেশনের নিচে নামেন। স্টেশনে ওঠার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ