ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় মাটি বোঝাই একটি মেসি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে ওই ট্রাক্টরটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পোরশার কপালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান হাবিব (১০)। সে নিতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আবদুস সামাদ ওরফে সামেদের ছেলে। নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে বিদ্যালয়ের পাঠদানের পর টিফিন খেতে বাড়ি ফিরছিল হাবিব। পথে উপজেলার সদর নিতপুর ইউনিয়নের কপালির মোড় এলাকায় সড়ক পারাপারের সময় মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু হাবিবের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সঙ্গে সঙ্গে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনলেও সেটি ততক্ষণে পুড়ে নষ্ট হয়ে যায়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত হাবিবুর রহমান হাবিবের মরদেহ পরিবারের সদস্যরা পুলিশের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিয়ে গেছে।
ওসি আরও জানান, এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা অভিযোগ দিলে মামলা করা হবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ