যারা হাসিনার ইন্টারভিউ নিচ্ছেন, তারা যেন অতীত ভুলে না যান : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার সময় যেন কেউ তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
আরও পড়ুন : ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা
এদিন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট, বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সাক্ষাৎকারগুলো তিনি পড়েননি।
প্রেস সচিব বলেন, আমি আগে তার ইন্টারভিউটা পড়ব। তারপর আমরা এটার বিষয়ে মন্তব্য করতে পারব।
শফিকুল আলম বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। একটা বিষয় সবসময় আমরা বলে এসেছি এবং জাতিসংঘের প্রতিবেদনেও তা স্পষ্ট যে, এই শতাব্দীতে তার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।
আরও পড়ুন : নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার : প্রেস সচিব
শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে এসেছে, পরে আল-জাজিরা এবং বিবিসিতেও এসেছে—সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।
প্রেস সচিব বলেন, (সাক্ষাৎকারে) শেখ হাসিনা যে দাবিগুলো করেন, সেগুলো যেন আনকনটেস্টেড (একপক্ষীয়) না থাকে। তারা দেশের টাকা চুরি করে নিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি ল ফার্ম দিয়ে এ ধরনের কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক