মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, তাতে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন বলে ঘোষণা করা হয়েছে। এই আসনটিতে মির্জা ফখরুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির সভাপতি দেলাওয়ার হোসেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপি মহাসচিবকে অভিনন্দন জানিয়ে দেলাওয়ার হোসেন নিজের অফিসিয়াল ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। এই পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন।”
আরও পড়ুন : ‘শরিকদের জন্য’ যে ৬৩ আসন ফাঁকা রাখল বিএনপি
দেলাওয়ার হোসেন অতীতের স্মৃতিচারণ করে বলেন, ‘২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দু’দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।’
আরও পড়ুন : ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
দেলাওয়ার হোসেন তার পোস্টে প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিযোগিতা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনি ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন।” তিনি আরও যোগ করেন, “জনগণ আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে উনাকে রাখব আর জনগণ উনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে উনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।”

নিজস্ব প্রতিবেদক