রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে ময়লার স্তূপে আগুন
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরে পদ্মা নদীর তীরে পরিত্যক্ত কার্টন ও কাঠের ময়লার স্তূপে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের টানা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রকল্পের এক পাশে কার্টন ও কাঠসহ নানা ধরনের ময়লার স্তুপ ফেলে রাখা ছিল। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে সেখানকার শ্রমিকেরা হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ৩০০ গজ দূরে অবস্থিত স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
পরে রূপপুর মডার্ন, গ্রিন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট একসঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম বলেন, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা