পেশাগত দক্ষতা উন্নয়নে পিএসডিআরআই ও বিইউএইচএসের সমঝোতা চুক্তি
জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (পিএসডিআরআই) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মিরপুরে বিইউএইচএস অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় জনস্বাস্থ্য শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও পরিবেশ স্বাস্থ্য এবং আন্তর্জাতিক মানসম্মত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম যৌথভাবে বাস্তবায়ন করবে উভয় প্রতিষ্ঠান। প্রশিক্ষণ কার্যক্রমগুলো ISO 45001:2018, ILO-OSH 2001 এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিইউএইচএস-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জে. এম এ হান্নান, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. কে আকতার আহমদ, ট্রেজারার প্রফেসর এস এম মুরাদুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অফ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. জাহিদ হাসান, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. এইচ. ফারুকী, প্রধান, ডিপার্টমেন্ট অফ অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ ডা. সাইকা নিজাম ও ডা. সারমিন সুলতানা। পিএসডিআরআই-এর পক্ষে উপস্থিত ছিলেন আতিকুজ্জামান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর এ. এফ. এম. ফজলে রহিম, ডিরেক্টর (এডুকেশন ও ট্রেনিং) মানিক কুমার ঘোষ, ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মো. আরিফ আল মামুন, ডিরেক্টর (অপারেশনস অ্যান্ড লজিস্টিকস)।
অনুষ্ঠানে বিইউএইচএস-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জে. এম. এ. হান্নান বলেন, “এই সহযোগিতা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ বাড়বে, যা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।”
পিএসডিআরআই-এর ম্যানেজিং ডিরেক্টর আতিকুজ্জামান চৌধুরী বলেন, “এটি জাতীয় দক্ষতা উন্নয়নের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।”
দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক