চাঁদপুরে নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম
আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার। ফাইল ছবি
চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে আহমেদ মো. নাজমুল ইসলাম সরকারকে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
চাঁদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোহাম্মদ মোহসীন উদ্দিন। দায়িত্বগ্রহণের পর থেকে তিনি চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে আহমেদ মো. নাজমুল ইসলাম সরকারের যোগদানে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকরা।

শরীফুল ইসলাম, চাঁদপুর