জিয়া পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যে ইরাদ সিদ্দিকীর নামে ২ মামলা
জিয়া পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ছেলে ইরাদ সিদ্দিকীর নামে একই দিনে দুটি মামলা করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানায় এই মামলা দুটি করেন স্থানীয় দুই বিএনপিনেতা।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইরাদ সিদ্দিকী জিয়া পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে মিলে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
মামলার বাদীরা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ ও শ্রমিক ফেডারেশনের সভাপতি মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ।
মামলার বাদিরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি মুসলিম জাতিকে নিয়ে কটূক্তি ও নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন নেতারা।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)