তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
উত্তরের শীতপ্রধান জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল ফিরে আসছে। ভোরের নরম কুয়াশা, দুপুরে কড়া রোদ, আর সন্ধ্যায় ঠান্ডা হাওয়া—এই সময়টায় একদিনেই যেন দুটো ঋতুর স্বাদ উপভোগ করছে জেলার মানুষ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টা ও ৯টায় এই তাপমাত্রা রেকর্ড হয় এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।
গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মতো কমে এসেছে।
আরও পড়ুন : শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
দিনে রোদ আর রাতে শীতের এই মিশ্র আবহাওয়ার কারণে জনজীবনে তৈরি হয়েছে আলাদা হিসাব-নিকাশ। স্থানীয় বাসিন্দা মাহিমুল করিম বলেন, ‘ভোরে হাঁটতে বের হলে গায়ে ঠান্ডা কাটতে চায় না। কিন্তু দুপুরে আবার রোদের তেজে গরম লাগে। নিজের পোশাকও যেন তাল মেলায় না।’
আরও পড়ুন : বায়ু দূষণে ১২৭ দেশের মধ্যে ঢাকা তৃতীয়
চায়ের দোকানি আজহারুল ইসলাম জানান, সন্ধ্যা নামলেই দোকানে ভিড় পড়ে যায়। এক কাপ গরম চা হাতে নিলেই কথারও ঢেউ ওঠে।
অন্যদিকে, শিক্ষার্থী অভিভাবকরা জানিয়েছেন, সকালে স্কুলে যেতে ছোটদের বেশ ঠান্ডা লাগছে।
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিনে ভোরবেলায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। দিনে রোদের কারণে গরম অনুভব হয়, তবে রাতে শীত পড়ছে। মৌসুমি বায়ুর প্রভাবে তাপমাত্রার ওঠানামা স্বাভাবিক।’

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)