আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার সময় মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় খোকন মিয়ার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশে থাকা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—থাইয়ের দোকান, খাবারের হোটেল, লেপ-তোষকের দোকান, চায়ের দোকান, মুরগি ও ভ্যারাইটি স্টোর এবং মুদি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—রবিন (থাইয়ের দোকানদার), জাহাঙ্গীর আলম (খাবারের হোটেলের মালিক), খোকন মিয়া (লেপ-তোষকের দোকানদার), হারুন (চায়ের দোকানদার), রাহাত (মুরগি ও ভ্যারাইটি স্টোরের দোকানদার) ও মায়া রানী (মুদি দোকানি)।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর