কর্মশালায় নিজ হাতে রোবট চালাল, ড্রোন উড়াল খুদে শিক্ষার্থীরা
বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় শেষ হয়েছে দুই দিনব্যাপী স্টেম কর্মশালা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নেয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, আর প্রথম দিনটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য।
দুই দিনব্যাপী জমজমাট এই আয়োজনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান, গণিত, রোবটিক্স ও প্রোগ্রামিং নিয়ে আকর্ষণীয় সেশন এবং হাতে-কলমে শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি।
কর্মশালা শেষে খুদে শিক্ষার্থীরা নিজ হাতে রোবট চালিয়ে ও ড্রোন উড়িয়ে দেখে। এই কর্মশালাজুড়েই ছিল প্রাণবন্ত অংশগ্রহণ, হাসি, কৌতূহল আর বিজ্ঞান নিয়ে নতুন নতুন কিছু শেখার আগ্রহ।
উপজেলা কর্মকর্তা আলীমুজ্জামান মিলন বলেন, এই দুই দিনব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা সরাসরি রোবট, ড্রোন, মাইক্রোস্কোপসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করে শেখার অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যদিকে, শিক্ষকদের নতুন শিক্ষণপদ্ধতি ও বিজ্ঞানচর্চাকে আরও প্রাণবন্ত করার নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে এই কর্মশালায়।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)