এবিএম ফজলে করিমসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত ১২ অক্টোবর এ মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে এক মাস সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বুধবার (১২ নভেম্বর) প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবেদন জমার দিন ধার্য ছিল।
এ মামলায় বর্তমানে ফজলে করিমসহ চারজন গ্রেপ্তার রয়েছেন। অন্যরা হলেন- যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।
জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫০ জনকে আসামি করা হয়। তবে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা হয়। এতে ফজলে করিমসহ বেশ কয়েকজন আসামি হিসেবে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক