ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আজ বুধবার (১২ নভেম্বর) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পোস্টে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের পরিবেশ ও আনুষঙ্গিক বিষয়গুলো উঠে আসে আলোচনায়। এর আগে, এ বছরের ২৮ মে নাহিদ ইসলাম ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে বৈঠক করেন সারাহ কুক।
ওই বৈঠক নিয়ে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক