৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচশতাধিক সদস্যের বিএনপিতে যোগদান
বিএনপিতে যোগ দিয়েছেন আট ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচশতাধিক সদস্য। আজ শুক্রবার (১৪ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাঁওতাল নৃগোষ্ঠীর এসব সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এই বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নিদের্শনা দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো আদিবাসীকে একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। দলীয় পরিচয়ে চাকরি হতো, আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না। অপরদিকে আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, বিএনপিনেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, নির্মল চন্দ্র বর্মণ, মানিক সাংমাসহ আটটি আদিবাসী সম্প্রদায়ের নেতারা।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)