ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়ায় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়া মুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। পথচারী হঠাৎ অ্যাম্বুলেন্সের সামনে চলে এসেছিলেন।
এর আগে রাত সাড়ে সাতটার দিকে হাঁসাড়া ওমপাড়ায় এক্সপ্রেসওয়ের লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরও এক পথচারী নিহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: সাভারে পার্কিং করা বাসে আগুন
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পথচারী ঘটনাস্থলেই মৃত অবস্থায় পড়ে আছেন। পরে মরদেহগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।
আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের নৌকাডুবি, ৪ বাংলাদেশি নিহত
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, শনিবার রাতে দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে কিছু সময় যান চলাচল ধীর হয়ে পড়েছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ