আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার
জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হাসানপুর এলাকার বাড়িতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়ির চারদিকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঘরের মূল ফটকে পুলিশের অবস্থান নিতে দেখা যায়।
২৪-এর জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। ঐতিহাসিক এই রায় সরাসরি দেখতে পাচ্ছে বিশ্ববাসী। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচারকাজ দেখানো হচ্ছে।
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)