ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাতদল। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ৯-১০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুহাম্মদ আবদুল্লাহ তাওসিফ।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।
থানায় করা মামলায় ব্যবসায়ী তাওসিফ উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তাদের গরু ব্যবসায় প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী এলাকার সুলতানগঞ্জের মো. সেলিম মিয়া। গত শনিবার তার মাধ্যমে কুষ্টিয়া জেলার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকায় ১৫টি গরু ক্রয় করা হয়। বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা গ্রামের মো. সেলিম চালিত ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫১৯৮) গরু বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়া থানার বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশে রওনা করে। রাত দেড়টার দিকে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছায়।
মামলায় আরও বলা হয়, এ সময় মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল লেজার লাইট দিয়ে ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক মো. সেলিম গরু বোঝাই ট্রাকটি থামায়। ট্রাকে মাদকদ্রব্য আছে বলে ট্রাকচালক, হেলপার ও গরু ক্রয়-বিক্রয় প্রতিনিধি সেলিমকে অতর্কিতভাবে কিল-ঘুষি মেরে তারা তাদের হাইয়েস গাড়িতে উঠায়। এরপর সংঘবদ্ধ ডাকাত চক্র তিনজনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গামছা দিয়ে হাত-পা ও স্কসটেপ দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় চক্রটি তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা নিয়ে নেয়।
থানায় করা মামলায় ব্যবসায়ী আরও বলেন, এরমধ্যে সংঘবদ্ধ ডাকাত চক্রের অপর দুই সদস্য গরু বোঝাই ট্রাকটি চালিয়ে নিয়ে যায়। ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে বিভিন্নস্থানে ঘুরিয়ে ভোর রাতে লালমাইয়ে সড়কের পাশের একটি ঝোপে ফেলে যায়। সকালে গরু ব্যবসায়ীর প্রতিনিধি মো. সেলিম মিয়া ব্যবসায়ী তাওসিফের চাচাতো ভাই ইমতিয়াজ মাহমুদকে বিষয়টি জানান। এরপর তারা চৌদ্দগ্রাম থানা পুলিশকেও বিষয়টি জানায়। সংঘবদ্ধ ডাকাত চক্র ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু, ২০ লাখ টাকা মূল্যের ট্রাক, তিনজনের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকাসহ সর্বমোট ৪৮ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রত্যেকে ডিবি পুলিশের পোশাক, জিন্স, টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। এরমধ্যে দুজনের হাতে দুটি পিস্তল ও একজনের হাতে একটি হ্যান্ডকাফ ছিল। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। প্রত্যেকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী আবদুল্লাহ তাওসিফ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ডাকাত চক্রের বিরুদ্ধে মামলা করেছেন। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)