ইসলামী আন্দোলনে যোগ দিলেন দৌলতুজ্জামান আনসারী
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পদ থেকে থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন দৌলতুজ্জামান আনসারী।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দৌলতুজ্জামান আনসারী ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের (চরমোনাই) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
মোবাইলফোনে দৌলতুজ্জামান আনসারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দৌলতুজ্জামান আনসারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে পদত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতুজ্জামান আনসারী জাতীয় পার্টির হয়ে রাজনীতি শুরু করেন। এরপর তিনি বিএনপিতে যোগদান করে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
দল বদলের বিষয়ে দৌলতুজ্জামান আনসারী বলেন, আমি কৃষক দল থেকে পদত্যাগ করেছি এবং বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার কোনো চেষ্টা করিনি। আমি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, তিনি উপজেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তাই তার পদত্যাগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
আসমাউল আসিফ, জামালপুর