জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সমাবেশ
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
সংবাদ সম্মেলনে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল। ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘নির্বাচন ও আন্দোলন; দুই ধারায় সমান্তরালভাবে চলবে। আমরা এখনও দাবি জানাচ্ছি, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।’
আরও পড়ুন: ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর
সংবাদ সম্মেলনে মাওলানা ইউসুফ আশরাফ জানান, আগামী ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলগুলোর শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, আট দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্যও জোটের দরজা উন্মুক্ত রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে। জামায়াতসহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামায়াত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছে।
আসন সমঝোতার বিষয়েও এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক