এনআইডি সংশোধন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত
নির্বাচন ভবন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বলেন, এখন সংসদ নির্বাচনের ভোটার তালিকার কাজ চলছে। এই অবস্থায় কারও এনআইডি সংশোধন হয়ে গেল, তখন ভোটার তালিকায় এবং হাতে থাকা এনআইডিতে দুই রকম তথ্য হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না।
ডিজি আরও বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম, স্থানান্তর বন্ধ থাকবে। তবে কেউ চাইলে আবেদন দিতে পারবে। সংশোধনের কার্যক্রম চলবে। যেমন আবেদন নেওয়া, শুনানি ইত্যাদি। কেবল সংশোধন হবে না।

নিজস্ব প্রতিবেদক