১০৩ পরিবারে এক বছর গ্যাস নেই, তবুও দিতে হচ্ছে বিল
রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ দরগাবাড়ি এলাকাসহ চারটি ওয়ার্ডে প্রায় ১০৩টি বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় জিনজিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে। তারা অভিযোগ করেছেন, নিয়মিত গ্যাস না পেলেও প্রতি মাসেই বিল পরিশোধ করতে হচ্ছে। ঘরে গ্যাস না থাকায় রান্নার কাজ থেকে শুরু করে সংসারের সব কার্যক্রমই স্থবির হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন, ফলে বাড়ছে অতিরিক্ত খরচ। গ্যাস না থাকায় অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বাড়ির মালিকরাও।
এ অবস্থায় গ্যাস সরবরাহ স্বাভাবিকের দাবিতে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জিনজিরা গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। তারা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আর গ্যাস বিল পরিশোধ করবেন না।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে প্রায় ১০৩টি বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব বাসিন্দা নিয়মিত বিল পরিশোধ করলেও গত এক বছর ধরে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। সাত-আট মাস আগেও দিনে ৩-৪ ঘণ্টা গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাড়ির মালিক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, গ্যাস না থাকায় সাধারণ ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছেন, ফলে নিম্ন আয়ের বাড়ির মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেক পরিবার ভাড়ার আয় দিয়েই সংসার চালাতেন। বারবার মৌখিকভাবে ও লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় তারা এখন মহাসংকটে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মানুষের ঘরে থাকা কঠিন হয়ে পড়ছে। অনেকেই বাইরে থেকে খাবার কিনে কোনোমতে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী জানিয়েছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা গ্যাস বিল দেবেন না। তাদের প্রশ্ন- ‘যখন গ্যাসই পাচ্ছি না, তখন বিল দেব কেন? সরকার সেবা দিলে আমরা বিল দেব, আর সেবা না দিলে আমরা কীভাবে বিল পরিশোধ করব?’
তিতাস গ্যাস কন্ট্রাক্টর ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউটর সমিতির কেরানীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ রফিক বলেন, স্থানীয়দের ভোগান্তির বিষয়টি লিখিতভাবে অফিসে জমা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কত দ্রুত সমস্যা সমাধান করা যায়, সে চেষ্টা করা হবে।
এ ব্যাপারে কেরানীগঞ্জের তিতাস গ্যাসের জিএম (মার্কেটিং) আনিসুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ