৩১ দফা তুলে ধরে মানিকগঞ্জ-১ আসনে প্রচারণায় জিন্নাহ কবির
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলা বিএনপি আয়োজিত এ জনসভা অনুষ্ঠিত হয় আরিচা ৪ নম্বর ফেরিঘাট এলাকায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী এস এ জিন্নাহ কবির। তিনি জনসভায় বলেন—“দেশের রাষ্ট্রনীতিকে পুনর্গঠন করতে ৩১ দফা শুধু দলীয় এজেন্ডা নয়, এটি জাতির ভবিষ্যৎ রক্ষার নীলনকশা। আগামী নির্বাচন গণমানুষের অধিকারের নির্বাচন। জনগণ ধানের শীষে ভোট দিলে এই অঞ্চলের উন্নয়ন হবে পরিকল্পিত ও জনগণের প্রত্যাশা অনুযায়ী।”
এস এ জিন্নাহ আরও দাবি করেন, “গত ১৭ বছরে বিরোধী রাজনীতির নামে যে দমন-পীড়ন হয়েছে, বিএনপি নেতাকর্মীরা তবুও মাঠ ছাড়েনি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল শক্তি। মানিকগঞ্জ-১ আসনে তৃণমূলের দাবি ও সমর্থনই আমাকে কাজের প্রেরণা দিয়েছে।”
জনসভায় বক্তারা বলেন, “জিন্নাহ কবির শুধু নেতা নন—১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি আন্দোলনের প্রতিটি মুহূর্তে জেলা বিএনপিকে সংগঠিত রেখেছেন। কারাবরণ, নিপীড়ন সত্ত্বেও তিনি এলাকা ও মানুষের জন্য কাজ করেছিলেন, এখনও করছেন।”
স্থানীয়দের দাবি— “এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জিন্নাহ কবিরকে সামনে আনা হলে তৃণমূল শক্তি নতুন উদ্যমে সংগঠিত হবে। দীর্ঘদিন পর আমরা এমন একজন নেতাকে পেয়েছি, যিনি মাঠে থাকেন—মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তার নাম আসলে এই অঞ্চলের রাজনীতিতে নতুন আস্থা ফিরে আসবে।”
শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, “৩১ দফার মাধ্যমে দেশে গণতান্ত্রিক পুনর্বিন্যাসের যে রূপরেখা বিএনপি দিয়েছে, তা বাস্তবায়নে তৃণমূলের এই গণসমর্থনই তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিলে এই অঞ্চলে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।”

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ