নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দেশবাসীর দোয়া কামনা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কারোনারি কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় এভারকেয়ার হাসপাতালে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
শায়রুল কবির বলেন, ডা. জাহিদ হোসেন জানিয়েছেন বেগম খালেদা জিয়া সিসিইউতে আছেন, সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক