ডেঙ্গুতে চিকিৎসক কাকলীর মৃত্যু, কুমিল্লায় বাবা-মায়ের পাশে সমাহিত
কুমিল্লায় ডা. ফাহমিদা আজিম কাকলীর জানাজায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ছবি : এনটিভি
কুমিল্লার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আজিম কাকলীর মরদেহ বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার নিজ বাসার সামনে তার মরদেহ আনা হলে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। এসময় কান্না ও শোকের আবহে পরিবেশ ভারি হয়ে আসে।
বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দেবিদ্বার উপজেলার ভৈশেরকুট গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
ডা. কাকলীর বড় ভাই মঞ্জুরুল আজীম পলাশ জানান, গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর মরদেহ হিমঘরে রাখা হয়। বুধবার তার একমাত্র কন্যা তূর্ণা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে কাকলীর মরদেহ কুমিল্লায় নেওয়া হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা