সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন বন্ধ, শিগগিরই চালুর আশ্বাস ইসির
বিশ্বের সব দেশে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন উন্মুক্ত করার পর সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, শুক্রবারের (২৮ নভেম্বর) মধ্যে এই সমস্যা সমাধান করে ওই সব দেশে নিবন্ধন সচল করা সম্ভব হবে।
নিবন্ধন কার্যক্রম বন্ধ হওয়া দেশগুলো হচ্ছে- মালয়েশিয়া, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মূলত এসব দেশেই বাংলাদেশি প্রবাসীর আধিক্য রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরের দিন থেকে নিবন্ধন শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৭ হাজার প্রবাসী নিবন্ধন করেছেন। যদিও ইসি জানিয়েছে, নিবন্ধন কার্যক্রমের জন্য ইতোমধ্যে দুই লাখের বেশি প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করেছেন।
হঠাৎ করে সাত দেশে নিবন্ধন কার্যক্রম স্থগিত হওয়ার পর আজ বৃহস্পতিবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ডাকযোগে ভোট দেওয়া (পোস্টাল ব্যালট) সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, আমরা কাজ করছি। শুক্রবার সকালের মধ্যে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা জন্য। = সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সার্বিক অগ্রগতিতে সন্তোষজনক। প্রবাসী ভোটিংয়ের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছে। একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে, ছোটোখাটো প্রবলেম হবে। এ নিয়ে প্রচার প্রচারণাও চলছে
সচিব বলেন, আমরা অগ্রসর হব, প্রবলেম হবে; প্রবলেমটাকে সলভ করবো- এইভাবে আমাদেরকে আগাতে হবে। ইতোমধ্যে অর্ধলাখ নিবন্ধন করেছে। স্যাটিসফ্যাক্টরি তো বটেই। সার্বিক বিষয় মনিটর করে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এইভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।

নিজস্ব প্রতিবেদক