খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট বিভাগীয় সমাবেশ করছে। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনার শিববাড়ী বাবরী চত্বরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন।
আয়োজকরা আশা করছেন, সমাবেশটি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত বিস্তৃত হবে। সমাবেশে বক্তব্য প্রচারের জন্য এসব এলাকায় দেড় শতাধিক মাইক হর্ন লাগানো হয়েছে।
জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান জানান, এই সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হবে, যার মূল বিষয় হলো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং নির্বাচনকালীন গণভোটের আয়োজন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করবেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা