ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি : ডিএমটিসিএল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেছেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ফারুক আহমেদ।
আরও পড়ুন : মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি!
ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে কেবল দুটি টেইলস পড়েছে। আপনার আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়েছে। ফাটলের বিষয়টি জানা নেই।
ওইদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর মেট্রোরেল চলাচলের বিষয়ে ডিএমটিসিএলের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটি পরীক্ষা-নিরীক্ষার জন্য লেট (বিলম্ব) হয়েছে।
ফারুক আহমেদ বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভেম্বর) আমরা দুটি সুইফার চালিয়েছে, যার কারণে লেট হয়েছে।
এদিকে গতকাল রোববার সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে
এ বিষয়ে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে, এটা জানার পরপরই আমাদের সিকিউরিটি সদস্যরা তাৎক্ষণিক তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।
ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। কারণ আমরা শুনেছি আরও এক-দুইজন আছে, যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুইফার ট্রেন দিয়ে চেক করেছি—কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফার্স্ট।
মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। তিনি বলেন, আরও সিকিউরিটি বৃদ্ধি করছে মেট্রোরেল। স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসিটিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এলো সব দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক