১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে : প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এই নির্বাচনকে বানচাল করতে কোনো ষড়যন্ত্র কাজ করবে না। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) মাগুরায় আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জাতীয় রাজনীতি এবং চলমান ইস্যু নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন শুধু বিএনপি নেত্রী নন, তিনি এখন ন্যাশনাল লিডার হিসেবে সর্বজন স্বীকৃত।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসায় সরকারের কোনো বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এটি তাঁর এবং তাঁদের দলের নিজস্ব বিষয়।’
‘গুম’ হওয়াদের প্রত্যাবর্তনে পদক্ষেপ নিয়ে শফিকুল আলম বলেন, ‘আমাদের সন্তানদের যারা হত্যা করল, তাদেরকে ফিরিয়ে আনার কাজ চলছে। আমরা আর ৭০ দিনের মতো আছি। এর মধ্যে যদি ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে যারা ক্ষমতায় আসবে, তারা ফিরিয়ে আনার কাজটি অব্যাহত রাখবেন আশা করি।’ তিনি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম এ সাজিন ইসরাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ খেলায় মোট ৯টি দল অংশগ্রহণ করছে। আগামী ১২ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা